ফাইনাল খেলা হবে, আমরাই জিতব : স্বাস্থ্যমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্বাচনের জন্য প্রস্তুত হতে বলেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আগামী নির্বাচনেও আওয়ামী লীগই জিতবে বলে মন্তব্য করেছেন তিনি।
আজ রোববার সুনামগঞ্জের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যা ভবনের উদ্বোধন অনুষ্ঠান ও ভারত সরকারের অর্থায়নে দোলারবাজার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ ছাড়াও কমিউনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘ইলেকশনের জন্য প্রস্তুত হন বেগম জিয়া। খেলা হবে মাঠে। ফাইনাল খেলা হবে ইনশাল্লাহ, ফাইনাল খেলা হবে। মাঠে খেলা হবে ইনশাল্লাহ। দেখব, কে জেতে কে হারে। এবং জিতবে ইনশাল্লাহ শেখ হাসিনা। আমরাই জিতব ইনশাল্লাহ, আমরাই জিতব।’
নির্বাচনে না এলে বিএনপি মহা ভুল করবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। গতকাল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্য নিয়েও মন্তব্য করেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ‘সম্মান রেখেই বলি, উনি বলেছেন চিন্তা করার কিছু নাই। আমার সাথে প্রশাসন আছে। পুলিশ আছে। তাহলে থামলেন কেনো? সবাই তো আপনার সাথেই আছে। পুলিশ আছে , প্রশাসন আছে। তাহলে ভয় পান কেনো? এরাই তো আপনার সঙ্গে আছে। এরাই তো আপনার লোক। সবই যদি আপনার সঙ্গে থাকে তাহলে প্রধানমন্ত্রী হওয়া বাকি আছে আপনার।’
এছাড়াও নির্বাচনে যেতে বেগম খালেদা জিয়ার শর্তগুলো মূল্যহীন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায় সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আদালতে কি রায় হবে আমি জানি না। কেউ জানে না। বেগম খালেদা জিয়া জানেন, কি হবে না হবে। তবে একটা কথা সবাইকে স্পষ্ট বলি, আদালতের রায় সবাইকেই মানতে হবে। তবে কেউ যদি সংক্ষুব্ধ হয়, লোয়ার কোর্টে যদি অন্যায়ও হয়, তাহলে হাইকোর্ট আছে, সুপ্রিমকোর্ট আছে। সুপ্রিম কোর্টে যাবেন, ভয় পান কেন? আমরা ভয় পাই না, আমরা বার বার আন্দোলন করছি, নির্যাতিত হইছি, জেলও খাটছি, জীবনে কতবার জেল খাটছি নিজেও জানি না। সবাই জেল খাটছে, নির্যাতিত হইছে। কি হইছে, আমরা ন্যায়বিচার পেয়ে ফিরে আসছি।’
সুনামগঞ্জের হাওরে বন্যার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি এসে মানুষের পাশে দাঁড়ালেও খালেদা জিয়া ঢাকায় বসেছিলেন বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তবে বন্যার সময় খালেদা জিয়া সাহায্য নিয়ে বন্যার্তদের কাছে গেলেও তাঁকে বাধা দেওয়ার ঘটনা ঘটেছিলো বলে তখন অভিযোগ উঠেছিল।
এ সময় বিশেষ অতিথির বক্তব্যে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধণ শ্রীংলা জানান, ভারত সরকারের অর্থায়নে ৯ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের পাঁচটি জেলা সুনামগঞ্জ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও শেরপুরে ৩৬টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। এর পরিপ্রেক্ষিতে আজ সুনামগঞ্জে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে বলেও জানান তিনি। ২০১৭ সালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশে সফরকালে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমসহ এই প্রকল্পটি উদ্বোধন করেন বলেও জানান হাই কমিশনার শ্রীংলা।
এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জ ২ আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্তা, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.সাবিরুল ইসলাম ও পুলিশ সুপার মো. বরকত উল্লাহ খান।