এম কে আনোয়ার কারাগারে
কুমিল্লায় পেট্রলবোমা হামলা মামলায় জামিন আবেদন নাকচ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতে হাজির হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শহিদুল্লাহ কায়সার এ নির্দেশ দেন।
এম কে আনোয়ারের আইনজীবী বদিউল সুজন জানান, উচ্চ আদালতের সাময়িক জামিনের মেয়াদ শেষ হলে আজ কুমিল্লার আদালতে হাজির হয়ে জামিনের জন্য পুনরায় আবেদন করেন তিনি। কিন্তু আদালত তাঁর আবেদন নাকচ করে দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চলতি বছরের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের নোয়াবাজার এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আটজন নিহত হন। আহত হন আরো ১৬ জন। এ নাশকতার ঘটনায় চৌদ্দগ্রাম থানা পুলিশ বাদী হয়ে এম কে আনোয়ারসহ বিএনপি ও জামায়াত জোটের নেতাকর্মীদের আসামি করে মামলা করে।