সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন জেলা বিএনপির সদস্যরা। তবে বিক্ষোভ মিছিল শেষে নির্ধারিত সমাবেশ করতে দেয়নি পুলিশ।
আজ শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় দলের অস্থায়ী কার্যালয় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি আলফাত উদ্দিন স্কয়ারের দিকে যাওয়ার সময় পথে কামারখালী পুলের রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে বিএনপির নেতাকর্মীদের থামিয়ে দেয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করতে চাইলেও পুলিশ তা করতে দেয়নি।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, স্থানীয় বিএনপির নেতা রেজাউল করিম, দেওয়ান সুমন রাজা প্রমুখ।
মিছিলে বাধা দেওয়ার বিষয়টি জানতে চাইলে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই বিএনপির মিছিলটিতে বাধা দেওয়া হয় বলেও জানান তিনি।