ইস্পাকে পুড়িয়ে হত্যা, স্বামী-ভাসুরের বিচার দাবিতে মানববন্ধন
সুনামগঞ্জের ছাতক পৌর শহরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার দুই আসামির বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ রোববার সকালে সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ার পয়েন্টে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তারা বলেন, নিহত ইস্পাকে তাঁর স্বামী পুড়িয়ে যেভাবে হত্যা করেছে তা বর্বরতাকেও হার মানায়। তারা অবিলম্বে ইস্পার স্বামী আবুল মনসুর ও স্বামীর বড় ভাই আবদুস শহিদকে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান। নইলে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।
২০১৭ সালের ৬ মে সুনামগঞ্জ ছাতক পৌর শহরে আবুল মনসুরের সঙ্গে তাঁর স্ত্রী ইস্পার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনসুর ও তাঁর বড় ভাই শহিদ মিলে ইস্পাকে মারধর করেন। এর জের ধরে রাত সাড়ে ১২টায় আবার দুই ভাই মিলে ইস্পার শরীরে অ্যাসিড ঢেলে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় স্বামী আবুল মনসুর জেলে রয়েছেন। তবে ভাসুর আবদুস শহিদ পলাতক।