বরগুনায় বিদ্যুৎ চুরির দায়ে চারজনকে জরিমানা
বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগের দায়ে চারজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ ও সুলতানা নাসরিন কান্তা এ অভিযান পরিচালনা করেন।
অর্থদণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন বরগুনার চরকলোনি এলাকার মো. মাহতার হোসেন মোল্লা, আমতলাপাড় এলাকার মো. গিয়াস উদ্দীন পান্না, কালিবাড়ী এলাকার সাহিদা বেগম ও তপন।
ভ্রাম্যমাণ আদালত বিদ্যুৎ চুরির দায়ে ব্যবসায়ী মো. মাহতার হোসেন মোল্লাকে নয় হাজার টাকা, কৃষি ব্যাংক কর্মকর্তা মো. গিয়াস উদ্দীন পান্নাকে পাঁচ হাজার টাকা, সাহিদা বেগমকে এক হাজার টাকা জরিমানার পাশাপাশি প্রত্যেকের বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন এবং তার ও মিটার জব্দ করেন। আর অবৈধ সংযোগ প্রদানের দায়ে তপনকে ৫০০ টাকা জরিমানা করেন।
খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ বিভাগের চোখ ফাঁকি দিয়ে এক শ্রেণির অসাধু গ্রাহক অবৈধ সংযোগের পাশাপাশি বৈধ সংযোগ থেকে অবৈধভাবে বাইপাস সংযোগ দিয়ে বিদ্যুৎ চুরি করছে। পাশাপাশি উপার্জন করছে মোটা অঙ্কের টাকা।
এমন নীরব চুরির ফলে বরগুনায় ক্রমশই বেড়ে চলেছে বিদ্যুৎ বিভ্রাট। আর বিড়ম্বনার শিকার হচ্ছে বৈধ গ্রাহকরা। বেশ কিছুদিন ধরে সচেতন মহলের পাশাপাশি বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের এমন অভিযোগের পর বিদ্যুৎ চোরদের ধরতে তৎপর হয়ে ওঠে বরগুনার বিদ্যুৎ বিভাগ।
এ বিষয়ে ওজোপাডিকো বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. হাবিবুর রহমান বলেন, বিদ্যুৎ চুরির ফলে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় গ্রাহকদের সেবা প্রদান অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর থেকেই আমরা জেলা প্রশাসনের সহায়তায় বিদ্যুৎ চোর ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে এর সাথে জড়িতদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনার চেষ্টা করছি।
কোনো ধরনের বিদ্যুৎ চুরি ও অবৈধ সংযোগ যাতে না থাকে ওজোপাডিকো এ ব্যাপারে সজাগ রয়েছে। এ ক্ষেত্রে সব বিদ্যুৎ গ্রাহকের সহযোগিতা কামনা করেন হাবিবুর রহমান।