ছাতকে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে, দুজন নিহত
সুনাগঞ্জের ছাতক-দোয়ারাবাজর সড়কের লক্ষ্মীর বাউড় স্থানে একটি বেইলি সেতু ভেঙে মালবোঝাই ট্রাক খাদে পড়ে গেছে। এতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাকচালক। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দোয়ারাবাজার উপজেলার ভোগলা ইউনিয়নের শ্রমিক আবুল মিয়া। ট্রাকচালক ফারুক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। নিহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার সড়কের নোয়ারাই ইউনিয়নের লক্ষ্মীর বাউড় স্থানে বেইলি সেতু ভেঙে ট্রাক খাদে পড়ে যায়। ট্রাকে থাকা তিনজনের মধ্যে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
চালক ফারুক মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাতক থানার পুলিশ ও সুনামগঞ্জ ফায়ার সার্ভিস উদ্ধার কাজ চালায়।
পুলিশ ধারণা করছে, চিটাগাং থেকে ট্রাকটি স্লুইচ গেটের মালামাল নিয়ে দোয়ারাবাজার উপজেলরা মোল্লাপাড়া ইউনিয়নে যাচ্ছিল।