সুন্দরবনে ‘দস্যু’ আটক, অস্ত্র উদ্ধার
সুন্দরবনে ‘দস্যুতার’ অভিযোগে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব। এ সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র এবং কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।
গতকাল বুধবার গভীর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের (মংলা) আমুরবুনিয়া ফরেস্ট স্টেশন সংলগ্ন গহীন বন থেকে তাঁকে আটক করা হয়। আটক যুবকের নাম শিপন (৪০)। তবে তিনি স্বপন নামেও পরিচিত বলে জানায় র্যাব।
আজ বৃহস্পতিবার র্যাব ৬-এর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মাহফুজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বনদস্যু শিপন ওরফে স্বপনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও কয়েকটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
শিপন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ দলের মাধ্যমে সুন্দরবনে জেলেদের ট্রলারে ডাকাতি ও জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায় করে আসছিলেন বলে জানায় র্যাব।