নেত্রকোনায় ভারি বর্ষণ, তলিয়ে গেছে ফসল
দুইদিনের টানা ভারি বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দাসহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিতে তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন ফসল।
বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠায় গত মঙ্গলবার থেকে নেত্রকোনায় কখনো হালকা, কখনো ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে লোকজন ঘর থেকে বের হতে পারছে না। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে কর্মজীবী মানুষ। কাজের অভাবে দিনমজুররা পরিবার-পরিজন নিয়ে অনেকটা অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে।
কলমাকান্দা উপজেলার বড়কাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান জানান, এলাকার বড়কাপন, হরিণাকুল, কেশবপুর, চৌহাট্টা, বরইউন্দ, গোবিন্দপুর, রানাগাঁও, রাজনগর ও বাউশারী গ্রামের ভিতর দিয়ে পানি ডুকতে শুরু করেছে।
কৃষকের অনেক পরিশ্রমের রোপা আমনক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছে বলে উল্লেখ করেন ইউপি চেয়ারম্যান।
উপজেলার বিজয়পুর গ্রামের কৃষক সিদ্দিক মিয়া জানান, ধানের চারা নষ্ট হয়ে গেলে চারা ও সময়ের অভাবে আবার নতুন করে চারা রোপণ করা সম্ভব হবে না।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিলাস চন্দ্র পাল এনটিভি অনলাইনকে বলেন, অব্যাহত ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দুর্গাপুর উপজেলায় এক হাজার হেক্টর ও কলমাকান্দা উপজেলায় ৬০০ হেক্টর জমির রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে।
বিলাস চন্দ্র পাল আরো জানান, পাহাড়ি ঢলের পানি তেমন স্থায়ী না হলে ফসলের তেমন ক্ষতি হবে না। ঢলের পানি নেমে যাওয়ার পর পরই বলা যাবে ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে।
দুইদিনের টানা ভারি বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসল তলিয়ে গেছে। ছবি : এনটিভি