র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ ‘জলদস্যু’ নিহত
বরগুনার পাথরঘাটা উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন বলে তথ্য দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ সোমবার ভোরে উপজেলার বলেশ্বর নদের মাঝেরচরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে দাবি করেন র্যাব-৮-এর কমান্ডার সুরত আলম। তিনি আরো দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন আতাউর সরদার (২৫) ও রবিউল মাঝি (২৭)। তবে তাঁদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
কমান্ডার সুরত আলমের ভাষ্য, ‘সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু দমনের জন্য মাঝেরচর এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যু হাসান বাহিনীর সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার জন্য র্যাবও পাল্টা গুলি ছোড়ে।’
পরে সেখান থেকে দুটি লাশ উদ্ধার করা হয় দাবি করে র্যাব কমান্ডার আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে দুটি কাটা রাইফেল, চারটি পাইপগান, দেশি অস্ত্রসহ ৩৮টি গুলি উদ্ধার করা হয়।
বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এনটিভি অনলাইনকে জানান, সকালে রাবের পক্ষ থেকে গোলাগুলিতে দুজনের নিহতের তথ্য জানানো হয়েছে। নিহতরা সুন্দরবনসংলগ্ন জলদস্যু হাসান বাহিনী সদস্য।
র্যাব সদস্যরা লাশ নিয়ে পাথরঘাটার পদ্মায় এসেছেন। পরে লাশ দুটি পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়।