দেড় বছরের শিশু খুন, মা-বাবা আটক
বাগেরহাট চিতলমারী উপজেলার চরচিংগুড়ি গ্রামের এক বাড়িতে দেড় বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ভোরে শিশুর বাবা ও মায়ের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা এসে ঘর থেকে শিশু মিমিরার লাশটি উদ্ধার করে।
মিমিরা লাশ উদ্ধারের পরই এ হত্যাকাণ্ডের জন্য শিশুর বাবা মিরাজ শেখ (২৫) ও মা নাজমা বেগম (২২) একে অপরকে এ ঘটনার জন্য দায়ী করেছেন। পুলিশ উভয়কেই আটক করেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের কারণে নিহত হয়েছে শিশু মিমিরা।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, শিশু মিমিরাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ভোরে ঘুম ভেঙে শিশুর বাবা ও মা দুজনই চিৎকার করেন। তারপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে এ অবস্থা দেখে পুলিশে খবর দেয়।
ওসি ইকবাল জানান, ধারণা করা হচ্ছে শিশুর বাবা ও মায়ের কলহের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। মিরাজ ও নাজমার মধ্যে দাম্পত্য কলহ চরমে। মিরাজ নাজমার পর আরো একজনকে বিয়ে করেছে। কলহ ও আরো একটি বিয়ের কারণে নাজমা মিরাজের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করে। এরপরও দুজন একইসঙ্গে বসবাস করত বলে তিনি জানান।
শিশু মিমিরা হত্যা মামলায় এখনো কোনো মামলা হয়নি। ওসি ইকবাল জানিয়েছেন, মিরাজ ও নাজমা এখনো একে অপরকে অভিযুক্ত করছে। কেউ স্বীকার করছে না। এ রকম পরিস্থিতি থাকলে উভয়কেই আসামি করে পুলিশই বাদী হয়ে মামলা করবে। মিমিরার লাশ বাগেরহাট সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য নেওয়া হয়েছে বলে ওসি ইকবাল জানান।