২ দিনেও খোঁজ মেলেনি আ.লীগ নেতা বাবুসোনার
নিখোঁজের দুদিন পরও সন্ধান মেলেনি রংপুর বিশেষ জজ আদালতের পিপি জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবুসোনার। তাঁকে উদ্ধারের দাবিতে আওয়ামী লীগসহ বিভিন্ন পেশাজীবী সামাজিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে।
গত শুক্রবার সকাল ৬টার দিকে নগরীর তাজহাট বাবুপাড়ার নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি বাবুসোনা। সে সময় থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), পিবিআইসহ গোয়েন্দা সংস্থা শুক্রবার রাত থেকেই অভিযান শুরু করলেও বাবুসোনার কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে অ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবুসোনাকে উদ্ধারের দাবিতে আজ রোববার রংপুর জেলা জজ আদালতসহ কোনো আদালতে কাজে যোগ দেননি আইনজীবীরা। বেলা ১১টা থেকে প্রেসক্লাব চত্বরে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
রথীশ চন্দ্র ভৌমিক রংপুরে জাপানি নাগরিক হোশি কোনিও ও খাদেম রহমত আলী হত্যা মামলায় সরকারপক্ষের কৌঁসুলি ছিলেন। এ মামলা দুটিতে ১৮ জেএমবি সদস্যের ফাঁসির রায় দেন আদালত। এ ছাড়া জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলামের বিরুদ্ধে যুদ্ধপরাধী মামলার অন্যতম সাক্ষী ছিলেন অ্যাডভোকেট বাবুসোনা।
দুদিন পেরিয়ে গেলেও বাবুসোনার কোনো খোঁজ না পাওয়ায় তাঁর পরিবারের লোকজনের মধ্যে দেখা দিয়েছে চরম উৎকণ্ঠা।