বুদ্ধি প্রতিবন্ধী রিয়াদের সন্ধান চাই
বুদ্ধি প্রতিবন্ধী রিয়াদ। রিয়াদের গল্পটা হয়তো কমবেশি অনেকেরই জানা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সবচেয়ে জনবহুল এলাকা টিএসসিতে মাথার একটা অংশ পচে যাওয়া একজন অজ্ঞাত যুবক পড়েছিল। মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই যুবক। তিলোত্তমা শহরে কেউ তার দিকে ফিরে তাকাচ্ছিল না।
সোহরাওয়ার্দী উদ্যানের পথশিশুদের তথ্যসূত্রে, সাকিল, শাহাদাত, অথৈ, রনি, নাঈমসহ আরও কয়েকজন যুবক তাকে বাঁচাতে এগিয়ে এসেছিল। দীর্ঘ প্রচেষ্টা, চিকিৎসা আর পরম মমতায় অজ্ঞাত প্রাণটি একটি চোখ এবং একটি কানের বিনিময়ে হয়ে উঠেন রিয়াদ।
রিয়াদ বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তেমন কথা বলতে পারেন না। নিজের নাম ঠিকানা কিছুই বলতে পারেন না। রিয়াদের একটা চোখ ও একটা কান নেই। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সাদা শার্ট এবং প্যান্ট। কারও সঙ্গে দেখা হলে সাধারণত অস্পষ্ট ভাষায় কেক খেতে চায় অথবা টাকা চায়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন অরুয়াইল গ্রামে রিয়াদের বাড়ি। সেখান থেকে গত ১২ সেপ্টেম্বর আবার হারিয়ে যান রিয়াদ। চারদিনেও রিয়াদের কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, রিয়াদকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের চুংটা বাজারের বিভিন্ন জায়গায় দেখা গেছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, সর্বশেষ চুংটা বাজার আর ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় দেখা গেছে তাকে।
নিখোঁজের খবরে আবারও আপ্লুত হয়ে গেছেন সাকিল, অথৈ, শাহাদাতরা। আবারও যেন একটা কান আর একটা চোখ নিয়ে রিয়াদকে রাস্তায় পড়ে থাকতে না হয়। এ নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন। রিয়াদের সন্ধান পেলে কিংবা কোথাও দেখে থাকলে, অনুগ্রহ করে তাৎক্ষণিক নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করবেন।
আতিকুল ইসলাম ইফরান (০১৮২৫-৯২৩১৯৩); রায়হান চৌধুরী অভি (০১৭৯৫-২৪৪৫৭৩); কাজী শরিফ মিয়া (০১৭৯৭-২৬৮৮৫৮); সাকিল (০১৮৫১-০৮২৭২৫)।