সীমান্তে পাটচাষে বাংলাদেশিদের নিষেধাজ্ঞা
মেহেরপুরের গাংনী উপজেলায় ভারত সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বাংলাদেশিদের পাট চাষে নিষেধাজ্ঞা দিয়েছেন। এই ঘটনায় আজ সোমবার দুপুর ১২টায় গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পালের কাছে স্মারকলিপি দিয়েছেন সীমান্ত এলাকার পাটচাষিরা।
পাটচাষিরা জানান, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া, সহড়াতলা, রংমহল, খাসমহল, মথুরাপুর, কাথুলী ও কাজীপুর সীমান্তে অন্তত এক হাজার একর জমিতে পাটচাষ করা হয়। সম্প্রতি তেঁতুলবাড়িয়াসহ কয়েকটি বিজিবি ক্যাম্প সীমান্তের কাছে পাটচাষে নিষেধাজ্ঞা জারি করে বিজিবি। অথচ চাষ না করলে জমিগুলো অনাবাদি হয়ে পড়বে।
বিজিবি জানিয়েছে, পাটচাষে বা কোনো ফসল চাষে বাধা নেই। তবে সীমান্তের ১৫০ গজের মধ্যে কিছু নিয়ম মেনে চাষ করতে বলা হয়েছে চাষিদের।
কুষ্টিয়ার মিরপুরে বিজিবির ৩২ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. রাশেদুল হক জানান, সীমান্তের শূন্য লাইন থেকে ১৫০ গজের মধ্যে কোমরের ওপর উঠে এমন ফসল চাষের ক্ষেত্রে নিষেধ করা হয়েছে। এ ছাড়া চাষিরা সব ধরনের ফসল উৎপাদন করতে পারবে।