বড় ভাইয়ের লাঠির আঘাতে কনস্টেবল নিহত
সুনামগঞ্জ সদর উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই জামাল উদ্দিনের লাঠির আঘাতে কনস্টেবল নিজাম উদ্দিন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গৌরারং ইউনিয়নের মোহনপুর গ্রামে সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিজাম উদ্দিন সিলেট পুলিশ লাইনের পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন ও তাঁর বড় ভাই জামাল উদ্দিনের মধ্যে বাড়ির জায়গা নিয়ে কথাকাটাকাটি হয়। এরই একপর্যায়ে জামাল উদ্দিন ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে নিজাম উদ্দিনের মাথায় বাড়ি দেন। এতে নিজাম উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপালে নিয়ে আসেন। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান নিজাম উদ্দিন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. হাবিবুল্লাহ জানান, সিলেটের কর্তব্যরত পুলিশ কনস্টেবল নিজাম উদ্দিন ছুটিতে বাড়ি এসেছিলেন। লাশের ময়নাতদন্ত শেষে সুনামগঞ্জে নিজাম উদ্দিনের নিজ বাড়িতে নিয়ে আসা হবে বলেও জানান এই কর্মকর্তা।