বালু-পাথর শ্রমিকদের ধান কাটার আহ্বান, পুলিশের মাইকিং
সুনামগঞ্জে সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবং হাওর এলাকায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দেওয়ায় বালু-পাথর শ্রমিকদের হাওরে ধান কাটতে যেতে দ্বিতীয় দিনের মতো মাইকিং করেছে পুলিশ।
বুধবার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সুরমা ও চলতি নদীর তীরবর্তী এলাকায় পুলিশের দুটি দল বালু-পাথর শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করে।
সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ বলেন, সুনামগঞ্জের হাওরে অনেক পাকা ধান থাকলেও শ্রমিক সংকটের কারণে তা কাটতে পারছে না কৃষক। শ্রমিক সংকট নিরসনে আমরা পুলিশ প্রশাসন এই উদ্যোগ নিয়েছি। তাই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আগামী ১৫ দিন পর্যন্ত বালু-পাথর উত্তোলন বন্ধ রেখে শ্রমিকদের উদ্বুদ্ধকরণ এ কর্মসূচি চালানো হবে।
এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার দ্বিতীয় দিনের মতো পুলিশ সদস্যরা বিশ্বম্ভরপুর ও সদর উপজেলার চলতি নদীতে বালুপাথর উত্তোলনকারী শ্রমিকদের কিছুদিন বালু-পাথর উত্তোলন বন্ধ রেখে হাওরের পাকা ধান কাটার জন্য আহ্বান জানান।