হাওরের বাঁধ রক্ষায় সুনামগঞ্জের ১২ থানায় জিডির নির্দেশ
সম্প্রতি সুনামগঞ্জের একটি হাওরে দুর্বৃত্তরা বাঁধ কেটে দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জেলার ১২টি থানায় এক সঙ্গে সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দিয়েছে। সোমবার সকালে পাউবো জেলার ১২ থানায় তাদের কর্মকর্তাদের এ নির্দেশ দেয়। এরই মধ্যে সুনামগঞ্জ সদর মডেল ও জামালগঞ্জ থানায় জিডি করা হয়েছে।
পাউবো সূত্রে জানা যায়, কিছু দিন আগে টাঙ্গুয়ার হাওরের একটি বাঁধ দুর্বৃত্তরা কেটে দেয়। এতে ফসলের কোনো ক্ষতি হয়নি। তারপরও হাওরের বাঁধে পুলিশের নিরাপত্তা বাড়াতে তারা ১২ থানায় জিডি দায়েরের সিদ্বাস্ত নেয়। সম্প্রতি সুনামগঞ্জে লাগাতার বৃষ্টিপাত হওয়ায় নদী ও হাওরের পানি বাড়ছে। তাই পানি আসার আগেই কৃষক যাতে হাওরের ফসল নির্বিঘ্নে তুলতে পারে এবং হাওরের বাঁধ যাতে কেউ না কাটতে পারে সে লক্ষে পুলিশের পাহাড়া জোরদার করতে পাউবো এ উদ্যোগ নেয়। পাউবো মৌখিক ও লিখিতভাবে বিভিন্ন থানায় কর্তব্যরত কর্মকর্তা এবং থানায় জিডির অনুরোধ জানান।
এদিকে আগামী তিনদিন সুনামগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সেই সঙ্গে পানিও বাড়বে বলে পাউবো জানিয়েছে। তাই দ্রুত ফসল কেটে ফেলতে কৃষকদের আহ্বান জানিয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ হাওরের বাঁধ সুরক্ষায় পাউবোর একটি জিডি দায়েরের কথা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী জানান, সম্প্রতি টাঙ্গুয়ার হাওরের একটি বাঁধ দুর্বৃত্তরা কেটে দেয়। এ নিয়ে কিছুটা আতঙ্ক দেখা দেয়। তাই হাওরের বাঁধের সুরক্ষায় পুলিশের সহায়তা বাড়াতে জিডির উদ্যোগ নিয়েছেন।
নির্বাহী প্রকৌশলী আরো বলেন, ধান কেটে ঘরে তুলতে আরো কয়েকদিন সময় লাগবে। এরই মধ্যে সুনামগঞ্জে লাগাতার বৃষ্টি হচ্ছে। তাই বাঁধ কেটে যাতে কৃষকদের কোনো ক্ষতি না হয় তাই এই উদ্যোগ। তিনি আরো জানান, সুনামগঞ্জে আগামী তিনদিন লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।