সুনামগঞ্জে বজ্রপাতে দুজন নিহত
সুনামগঞ্জের সদর উপজেলায় বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার গৌরারং ইউনিয়নের সাফেলা গ্রামের একলাছুর রহমান (৬০) ও একা রাণী দাস (১৭)। এ নিয়ে গত এক সপ্তাহে সুনামগঞ্জে বজ্রপাতের ঘটনায় নয়জনের মৃত্যু হলো।
পুলিশ ও এলাকাবাসী জানায়,দুপুর ১টার দিকে একলাছুর রহমান বাড়ির সামনের খলাতে কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
একই সময়ে একা রাণীও বাড়ির সামনের উঠানে কাজ করছিলেন। তিনিও বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। নিহতদের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বজ্রপাতে দুজন নিহতের কথা নিশ্চিত করেছেন।
এদিকে জেলার তাহিরপুর উপজেলার বিন্নাকুলী গ্রামের সুজন মিয়া (২১) নামের এক ব্যক্তি বজ্রপাতে মারাত্মক আহত হয়েছেন। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সুজন মিয়া জানান,তাহিরপুরের শনির হাওরে গতকাল পানিতে কাজ করছিলেন তিনি। এ সময় তিনি বজ্রপাতে আহত হন। তাঁর তলপেটের নিচের অংশ জ্বলে গেছে। সেই সঙ্গে পায়ের বিভিন্ন অংশও পুড়ে গিয়েছে।
বজ্রপাতের পরপর সুজন মিয়াকে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্যে তাঁকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।