সীমান্তে অনুপ্রবেশ, দুই ভারতীয় নাগরিক আটক
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপাসা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢোকার অভিযোগে ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বিজিবি। এ সময় তাঁদের কাছ থেকে ফেনসিডিল ও জালনোট উদ্ধার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার হেন্তাবাদ থানাধীন ভরতপুর গ্রামের মোকছেদ (৩২) ও রায়গঞ্জ থানাধীন অন্তরা গ্রামের রেজাউল (২৯)।
বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় হরিপুরের চাঁপাসা সীমান্তের ৩৪৭ পিলার এলাকার বাংলাশের ৩০০ গজ ভেতর থেকে দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬ বোতল ফেনসিডিল, ৩১টি ৫০০ টাকার জালনোট, বাংলাদেশি সাড়ে ১০ হাজার টাকা এবং ১২ হাজার রুপি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান জানান, আজ রোববার সকালে দুই ভারতীয় নাগরিককে ফেনসিডিল, জাল টাকাসহ থানায় সোপর্দ করে বিজিবি।