সুনামগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত
সুনামগঞ্জের তিন উপজেলায় আজ মঙ্গলবার বজ্রপাতে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন বিশ্বম্ভরপুর উপজেলার শাহানা বানু, তাহিরপুর উপজেলার নূর হোসেন ও দোয়ারবাজার উপজেলার ফেরদৌস আলম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের পুরানগাঁও গ্রামের শাহানা বানু মঙ্গলবার সকালে বাড়ির পাশে ধান শুকাচ্ছিলেন। এ সময় বজ্রপাত হলে তাঁর মৃত্যু হয়। তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামে হাওরে ধান কাটার সময় নূর হোসেন নামের এক কৃষক নিহত হন। দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ডুম্ভনগাঁও গ্রামের মখলিস আলীর ছেলে ফেরদৌস আলম নামের এক শিশু সকালে মাছ ধরার সময় বজ্রপাতের আঘাতে মারা যায়।
বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) বজ্রপাতে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।