নৌপথ খনন শেষ হলে আর বন্যা থাকবে না : নৌমন্ত্রী
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘আমাদের নদী গুলো ভরাট হয়ে যাওয়ায় পানি ধারণের ক্ষমতা কমে গেছে। এজন্য সামান্য বৃষ্টিতে পানি উপচে উঠে বন্যার সৃষ্টি হয়। দেশের ৫৩টি নৌপথ খনন কাজ শুরু হয়েছে। কাজগুলো শেষ হলে এ দেশে আর বন্যা থাকবে না।
আজ রোববার বিকেলে কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতী নদীর ড্রেজিং-কাজ উদ্বোধন শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এসব কথা বলেন।
এ সময় সংসদ সদস্য মেজর জেনারেল (অব) সুবিদ আলী ভুঁইয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
শাজাহান খান আরো বলেন, ‘দেশের ২৪ হাজার কিলোমিটার নৌপথের মধ্যে এখন রয়েছে মাত্র তিন হাজার ৬০০ কিলোমিটার নৌপথ। বাকিগুলো ভরাট হয়ে গেছে। ভরাট হওয়া নৌপথগুলো খননের জন্য প্রধানমন্ত্রী ১১ হাজার ৪৭০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছেন। এর অংশ হিসেবে মেঘনা-গোমতী সেতু ড্রেজিং-কাজ শুরু হয়েছে।