সুনামগঞ্জে সরকারিভাবে চাল ক্রয় শুরু
সুনামগঞ্জে সরকারিভাবে মিল মালিকদের কাছ থেকে চাল ক্রয় শুরু করেছে জেলা খাদ্য অধিদপ্তর।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় শহরের মল্লিকপুর এলাকায় সরকারি খাদ্যগুদাম প্রাঙ্গণে এই চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এ সময় জেলা প্রশাসক বলেন, চাল কেনার আগে গুণগতমান ভালোভাবে দেখে নিতে হবে। মানের দিক থেকে কোনো ছাড় দেওয়া যাবে না।
দু-একদিনের মধ্যে ধান ক্রয় শুরু হবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করা হবে।
চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জাকারিয়া মুস্তফা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ সিংহ, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা আবদুল রউফ, সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া, ব্যবসায়ী মো. জিয়াউল হক ও রাসেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, এবার সুনামগঞ্জে ছয় হাজার ৬৮৮ মেট্রিক টন চাল এবং ছয় হাজার মেট্রিক টন ধান ক্রয়ের জন্য বরাদ্দ এসেছে। চালের মধ্যে আতপ পাঁচ হাজার ৪৮২ মেট্রিক টন এবং সেদ্ধ এক হাজার ১০৬ মেট্রিক টন কেনা হবে।
আতপ চালের কেজি ৩৭ টাকা এবং সেদ্ধ চালের কেজির ৩৮ টাকা ধরা হয়েছে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ২৬ টাকা। সে হিসেবে প্রতিমণ এক হাজার ৪০ টাকা। সরকারিভাবে মিল মালিকদের কাছ থেকে চাল এবং কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের কথা হয়েছে।