ভূমধ্যসাগরে নৌডুবি : নিহতদের মধ্যে মাদারীপুরের দুজন
লিবিয়ার জুয়ারা শহরের পাশে ভূমধ্যসাগরে নৌডুবির ঘটনায় নিহত দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীর মধ্যে মাদারীপুরের দুজন রয়েছেন। তাঁরা হলেন রাজৈর উপজেলার হোসেনপুর এলাকার গনি খালাসী (৪১) ও তাঁর ভাতিজা কামরুল খালাসী (১৯)। একই নৌযান থেকে বেঁচে যাওয়া আজিজুল মৃত্যুর বিষয়টি লিবিয়া থেকে ফোন করে নিশ্চিত করেছেন।
উপার্জনক্ষম ব্যক্তিকে সাগরে হারিয়ে পরিবার দুটিতে চলছে মাতম। পরিবারসহ এলাকাবাসী লাশ দুটি দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গনি ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে এক বছর চার মাস আগে লিবিয়া যান। এর কিছুদিন পর তাঁর বড় ভাই ইয়াকুব খালাসীর ছেলে কামরুলও লিবিয়া পাড়ি জমান। সেখানে তাঁরা একসঙ্গে থাকতেন। কয়েক দিন আগে গনির কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকা ওই দেশের দুর্বৃত্তরা ছিনিয়ে নেয়। এ ঘটনার পর তিনি ইতালি যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে কামরুল, গনিসহ বেশ কয়েকজন নৌযানে করে সমুদ্র পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে রওনা হন। এ সময় নৌযান ডুবে গেলে অন্যদের সঙ্গে এই দুজনও মারা যান।
আজিজুল ছাড়া নৌযানডুবির ঘটনায় একই গ্রামের আরো তিনজন বেঁচে গেছেন। তাঁরা হলেন নিলু খালাসী (৩২), উজ্জ্বল মুন্সি (২৭) ও তাঁতীকান্দি গ্রামের শরীফ শেখ (৩৫)।
তিন সন্তান নিয়ে গনির স্ত্রী তানজিলা বেগম শোকে বারবার অচেতন হয়ে পড়ছেন। স্বামীর করে যাওয়া ঋণ নিয়ে বেশ দুশ্চিন্তায় তিনি। আর কামরুলের বৃদ্ধ মা-বাবা হজ করতে এ মুহূর্তে সৌদি আরবে অবস্থান করছেন। ছেলের মৃত্যুর খবর তাঁরাও পেয়েছেন।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। লাশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’