সুনামগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খালে মাছ ধরতে গিয়ে জহুর আলম (৪৫) নামের এক জেলে নিহত হয়েছেন। আজ শনিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে।
পুলিশ জানায়, তাহিরপুরে উপজেলার বালিজুড়ি গ্রামের পাশের আঙ্গারউলি হাওরের পাশের খালে মাছ ধরতে যান জহুর আলম। দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি শুরু হলে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে এলাকাবাসী খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমাদের ফোর্স গিয়ে লাশ উদ্ধার করেছে। তাঁর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এই নিয়ে গত দুই মাসে সুনামগঞ্জে বজ্রপাতে প্রাণ হারালেন ৩৩ জন। প্রায় প্রতিদিনই হাওরাঞ্চলে মারা যাচ্ছেন কোনো না কোনো কৃষক, জেলে বা কৃষিশ্রমিক।