জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গুলশানে দোয়া মাহফিল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, বিএনপিনেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ইনাম আহমেদ চৌধুরী, নিতাই রায় চৌধুরী, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, মো. আব্দুল কাইয়ূম, অধ্যাপক ডা. সিরাজ উদ্দিন আহমেদ, অধ্যাপিকা শাহেদা রফিক, সাবিহ উদ্দিন আহম্মেদ, ড. এনামুল হক চৌধুরী, ঈসমাইল জবিউল্লাহ, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার, ক্যাপ্টেন (অব.) সুজা উদ্দিন, মুন্সি আলাউদ্দিন আল আযাদ, মো. জাকারিয়া, সাজ্জাদ হোসেন, এ কে এম জাহাঙ্গীর, রিয়াজ উদ্দিন নসু, তাবিথ আউয়াল, শামসুদ্দিন দিদার, শায়রুল কবীর খান প্রমুখ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহ মো. নেসারুল হক।
এ ছাড়া সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলীয় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে বুধবার বিকেল সাড়ে ৫টায় মিলাদ ও দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দলের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের ছোট ভাই শামীম ইস্কান্দার, মেজর (অব.) কামরুল ইসলাম, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম, ঈসমাইল জবিউল্লাহ, বিজন কান্তি সরকার, কর্নেল (অব.) মো. ইসহাক মিয়া, কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী, মেজর (অব.) আজিজ রানা, রিয়াজ উদ্দিন নসু, শামসুদ্দিন দিদার প্রমুখ।
খালেদা জিয়ার বাসভবনে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল মালেক।