নাটোরে দোকান কর্মচারীকে গলা কেটে হত্যার চেষ্টা
নাটোর শহরের হাফরাস্তা এলাকা থেকে অপহৃত দোকান কর্মচারী আবুল কালামকে একদিন পর জখম অবস্থায় উদ্ধার করেছে জনতা। পরে তাঁকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অপহৃত আবুল কালাম জানান, শহরের হাফরাস্তা এলাকার মশিউর রহমানের ফার্নিচারের দোকানে কাজ শেষে বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওই এলাকা থেকে দুই যুবক তাঁকে জোর করে ইজিবাইকে তুলে উত্তর বড়গাছা রেললাইনসংলগ্ন একটি কক্ষে আটকে রাখেন। পরে দোকান মালিকের কাছে ফোন করে মোটা অঙ্কের টাকা চাইতে বলেন। রাজি না হওয়ায় পেছন থেকে ঘাড়ে আঘাত করলে তিনি চেতনা হারিয়ে ফেলেন।
আবুল কালাম জানান, গতকাল সন্ধ্যায় তাঁকে উত্তর বড়গাছা এলাকারই একটি আখক্ষেতে নিয়ে গিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে। এ সময় তিনি কৌশলে তাঁদের হাত থেকে ছুটে আখক্ষেত থেকে বেরিয়ে চিৎকার দিয়ে চেতনা হারিয়ে ফেলেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।