সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে বিএনপিসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, খতমে কুরআন ও মিলাদ মাহফিল।
এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির উদ্যোগে আজ বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দান গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে। অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন তিনি। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাবেক এ অর্থমন্ত্রী।
দূররে রহমান ও সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপি এবং এম সাইফুর রহমান স্মৃতি সংসদের উদ্যোগে সিলেটে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
‘সাইফুর অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রেখেছেন’
‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহকর্মী হিসেবে দেশের দুর্যোগকালীন সময়ে অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকালে এম সাইফুর রহমান দেশকে কেবলমাত্র অর্থনৈতিকভাবেই স্বাবলম্বী করেননি বরং স্বদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।’
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য বরেণ্য রাজনীতিবিদ ও খ্যাতিমান অর্থনীতিবিদ এম সাইফুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির মুখপাত্র শুক্রবার এক বাণীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
বিএনপির মুখপাত্র বলেন, সাইফুর রহমান একজন কীর্তিমান অর্থমন্ত্রী হিসেবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে যুগান্তকারী অবদান রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনে তাঁর দক্ষ রাষ্ট্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনায় বাংলাদেশ আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করে এবং তিনি স্বদেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম পথিকৃৎ।