পুকুরঘাটে শিশুর মুখ চেপে ধরে ‘ধর্ষণ’, প্রতিবেশী আটক
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগ পেয়েছে পুলিশ। এরপর ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী এক যুবককে আটক করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মালকানগর ইউনিয়নের কাজীরবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
আটক ফারুক হোসেন বরিশালের মেহন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। তিনি গাজীরবাগ গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন।
‘নির্যাতিত’ শিশুটিকে প্রথমে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্বজনরা। পরে অবস্থা গুরুতর দেখে তাকে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে স্থানান্তর করা হয় বলে আজ শুক্রবার সকালে জানান সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. দুলাল হোসেন।
শিশুটির ফুফু গণমাধ্যমকে বলেন, গতকাল বৃহস্পতিবার ইফতারের একটু আগে বাড়ির পাশে পুকুরের ঘাটলায় মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণ করে ফারুক। শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সিরাজদীখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে মামলা প্রস্তুতি চলছে। মৌখিক অভিযোগ পাওয়ার পর পরই ফারুককে আটক করা হয়েছে।