মুন্সীগঞ্জে এসএসসি পরীক্ষা
নকল দিতে গিয়ে আটক, ১ মাসের জেল
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার এক কেন্দ্রে এসএসসি পরীক্ষা চলাকালে নকল সরবরাহ করার সময় মারুফ বেপারী (১৮) নামের এক তরুণকে আটক করে পুলিশ। আজ শুক্রবার উপজেলার ভবেরচর এলাকার কলিমউল্লাহ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল দেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
পরে নির্বাহী হাকিম গজারিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবা বিলকিল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মারুফকে এক মাসের জেল, অনাদায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ জানান, কলিমউল্লাহ ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে নকল দেওয়ার সময় পুলিশ মারুফ বেপারীকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে কারাদণ্ডাদেশ দেন। মারুফের বাড়ি উপজেলার আলীপুরা গ্রামে।