সুনামগঞ্জের অর্ধশত গ্রাম প্লাবিত
একটানা ভারি বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার নিম্নাঞ্চলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।
আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এরমধ্যে টানা বর্ষণে সুনামগঞ্জ সদর, ছাতক, দোয়ারাবাজার, দিরাই, জগন্নাথপুর ও শাল্লা উপজেলার অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে বলে জানা গেছে।
রোববার দিবাগত রাতে একটানা বর্ষণের ফলে ছাতক উপজেলার ইসলামপুর ও নোয়ারাই ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়। এ ছাড়া দোয়ারাবাজার, দিরাই ও জগন্নাথপুরে নতুন করে প্লাবিত হয় আরো বেশ কিছু গ্রাম।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিক ভূঁইয়া জানান, ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকায় নদ-নদীর পাড় উপচে আশপাশের এলাকায় পানি ঢুকে পড়ছে। এখন পর্যন্ত কোথাও সেভাবে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে পানির উচ্চতা আরো বৃদ্ধি পেতে পারে। সে ক্ষেত্রে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে।