চালকের শাস্তির দাবিতে দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
লেগুনার ধাক্কায় গুরুতর আহত দৈনিক সমকাল ও এটিএন বাংলার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পঙ্কজ কান্তি দেকে আহত করার ঘটনায় জড়িত লেগুনা চালকের শাস্তির ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার দুপুরে সচেতন সুনামগঞ্জবাসীর ব্যানারে শহরের আলফাত স্কয়ার (ট্রাফিক পয়েন্ট) এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে আইনজীবী, লেখক, সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন অংশগ্রহণ করেন।
রাজু আহমদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা উদীচীর সভাপতি শীলা রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন, প্রথম আলোর প্রতিনিধি খলিল রহমান।
বক্তারা সাংবাদিক পঙ্কজ কান্তি দেকে আহত করার ঘটনায় জড়িত লেগুনা চালককে দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি করেন এবং সেই সঙ্গে সুনামগঞ্জের সবকটি সড়কে নিরাপদ করার দাবি জানান।
গত ২৪ জুন রোববার সাংবাদিক পঙ্কজের মোটরসাইকেলকে অপর দিক থেকে আসা একটি লেগুনা ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে সিলেটের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।