শিরনি খেতে গিয়ে নৌকাডুবি, দুজন নিহত
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জোড়াসিংহ হাওরে ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছে। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন হোসনে আরা বেগম(২২) ও মো. এমদাদুল হক (৬০)। এ ছাড়া এ ঘটনায় নৌকায় থাকা আরো পাঁচ যাত্রী আহত হয়েছেন।
স্থানীয় জনগণ ও পুলিশ সূত্রে জানা যায়, হতাহত ব্যক্তিরা জামালগঞ্জ উপজেলা থেকে ছোট নৌকা নিয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার কেশবপুর গ্রামে শিরনির দাওয়াত খেতে যান। দাওয়াত খাওয়া শেষে ওই নৌকায় করে পরিবার ও আত্মীয় স্বজনসহ সাতজন যাত্রী কেশবপুর থেকে মুক্তাখাই গ্রামে যাচ্ছিলেন।
এ সময় পাশের জোড়াসিংহ হাওরে পৌঁছালে নৌকাটি ঝড়ের কবলে পড়ে ঢেউয়ের তোড়ে ডুবে যায়। তখন সাতজনের মধ্যে দুজন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সহায়তায় দুই শিশুসহ পাঁচজনকে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।