দুইদিনের কর্মসূচি দিল শাবির উপাচার্যবিরোধীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অপসারণেরর দাবিতে আন্দোলনরত শিক্ষকদের একাংশ ‘মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ শিক্ষকবৃন্দ’ আবারও দুইদিনের কর্মসূচি ঘোষণা করেছে।
আজ সোমবার বিকেলে সংগঠনের আহ্বায়ক সৈয়দ সামসুল আলম কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার দেশের সবকটি সরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের পূর্ণদিবস কর্মবিরতি রয়েছে। তাই এ দিন তাদের কোনো কর্মসূচি নেই। পরের দিন বুধবার (৯ সেপ্টেম্বর) অর্ধদিবস প্রতীকী অনশন এবং তার পরের দিন বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) পূর্ণদিবস কর্মবিরতির কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এ সময় উপাচার্যবিরোধী এ শিক্ষক নেতা আরো বলেন, উপাচার্য অপসারণ না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
গতকাল রোববার উপাচার্য অপসারণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। এর আগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিনদিনের কর্মসূচি পালন করেন তাঁরা।
এ বছরের ১২ এপ্রিল শিক্ষকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ তুলে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন সরকারসমর্থিত শিক্ষকদের একাংশ। পরে তাঁরা ভিসির বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ এনে ধারাবাহিক আন্দোলন শুরু করেন।
এ আন্দোলন চলাকালীন গত ৩০ সেপ্টেম্বর শিক্ষকদের লাঞ্চিত করে ছাত্রলীগ। অপরদিকে উপাচার্য অভিযোগ করেন, তিনি শিক্ষকদের হাতে লাঞ্ছিত হয়েছেন।