সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি
সুনামগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। গতকাল শুক্রবার বিকেল থেকে বৃষ্টিপাত না হওয়ায় নদীর পানি কিছুটা কমেছে। শহরের সড়কগুলো থেকে পানি নেমে গেছে। তবে এখনো সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহরের যে সড়কগুলোতে পানি ছিল ওই সড়কে পানি নেমে যাওয়ার পর খানাখন্দের সৃষ্টি হয়েছে।
তবে জেলার নিম্নাঞ্চলের শতাধিক গ্রাম এখনো প্লাবিত আছে। ধারণা করা হচ্ছে যদি বৃষ্টিপাত আর না হয় ওই এলাকা থেকেও পানি নেমে যাবে।
নিম্নাঞ্চলের বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠে গেছিল ওই বিদ্যালয় মাঠ থেকেও পানি নেমে গেছে।
এদিকে, দোয়ারাবাজার ও ছাতক উপজেলরা আম ও আউশ বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ছাড়া এখনো তাহিরপুরের সঙ্গে সুনামগঞ্জ সদরের একমাত্র সড়কটি ডুবে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেন, ‘জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছিল। আমরা সাথে সাথে প্রশাসনের পক্ষ থেকে উপজেলাগুলোর জন্য নগদ অর্থ ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছি। জেলার কোথাও কোনো আশ্রয় কেন্দ্র খোলার প্রয়োজন পড়েনি। তাপরও প্রশাসন সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে।’