পাশবিক নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী শিশু
রাজধানীর বেগুনবাড়ীর সিদ্দিক মাস্টারের ঢাল এলাকায় এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী নির্যাতনের শিকার হয়েছে। আজ দুপুরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নির্যাতনের শিকার বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর মা বলেন, সোমবার বিকেলে তাঁদের এক আত্মীয় জোরপূর্বক তাঁর মেয়ের ওপর নির্যাতন চালায়। সে সময় তিনি বা মেয়ের বাবা কেউ বাসায় ছিলেন না। বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে এমন এক সংস্থার সহায়তায় ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেন জানান তাঁর মা।