মেহেরপুরে ব্যবসায়ীকে মারধর, প্রতিবাদে সড়ক অবরোধ
মেহেরপুর সদর উপজেলায় হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমনকে মারধর করার প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। এ সময় হোটেল বাজার এলাকার সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়।
আজ সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে হোটেল বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন জানান, সকাল সাড়ে ১০ টার দিকে শহরের হোটেল বাজারের রাজু ফল ভান্ডারে মুঠোফোনে ফ্ল্যাক্সিলোড দিতে আসেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) ছেলে আব্দুল্লাহ আল রোমান। ফ্লেক্সিলোড দিতে দেরি হওয়ায় দোকানদারের সঙ্গে তাঁর কথা কাটাকাটি হয়। এ সময় উপপরিদর্শক (এসআই) ইমরুল ও আব্দুল্লাহ আল রোমানের সঙ্গে দোকানদারের ধস্তাধস্তি হয়। পরে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমনের সহায়তায় মীমাংসা করে নেয় উভয় পক্ষ।
এ মীমাংসার ঘটনাকে কেন্দ্র করে শহরের পুরাতন পোস্ট অফিসপাড়ার টিটন ও লিটন ব্যবসায়ী নেতা জাহিদ ইকবাল শিমনকে মারধর করেন। ঘটনাটি ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়ে তাৎক্ষণিকভাবে সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকালের ঘটনা মীমাংসা হয়ে যায়। পরে এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। টিটন ও লিটনকে আটকের চেষ্টা চলছে। উভয়পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে বলে তিনি জানান।