সংলাপ চাইলে সহিংসতা ছাড়ুন : ওবায়দুল কাদের
সংলাপ চাইলে বিএনপি-জামায়াতকে সহিংসতা ছেড়ে দিতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের । আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ফেনীতে ভাষাশহীদ সালামের গ্রামের বাড়িতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে এ কথা বলেন তিনি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিকভাবে বাংলাদেশের যে ভাবমূর্তি রয়েছে তা বিএনপি- জামায়াত পেট্রলবোমা মেরে, মানুষ খুন করে নষ্ট করে দিচ্ছে। তারা আর্ন্তজাতিক ভাবমূর্তির ওপর পেট্রলবোমা মারছে।'
বিএনপি- জামায়াতকে সহিংসতার পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, 'এখনো সময় আছে সহিংসতা পরিহার করে আলোচনার টেবিলে আসার পরিবেশ সৃষ্টি করুন। জাতিসংঘ বাংলাদেশের সহিংসতা নিয়ে উদ্বিগ্ন। ৫ জানুয়ারির নির্বাচনে না যাওয়া ঐতিহাসিক ভুল ছিল। নির্বাচনের আগে সংলাপ করে সমস্যা সমাধান করা যেত। বর্তমানে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাই সহিংসতার রাজনীতি নিয়ে মাঠে নেমেছে।'
এ সময় ২০ দলীয় জোট হরতাল অবরোধ দিয়ে ১৫ লাখ পরীক্ষার্থীর ভাগ্য অনিশ্চিত করছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।