সুনামগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে সুনামগঞ্জে জেলা ছাত্রদলের মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
আজ বুধবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এটি আলফাত উদ্দিন স্কয়ারের দিকে যেতে চাইলে খামারখালী সেতুর সামনে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে উপস্থিত নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে রেখে আবারও ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে। অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে বলে জোর দাবি জানান তাঁরা। এ ছাড়া এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ সারা দেশে গ্রেপ্তার হওয়া বিএনপির সব নেতাকর্মীকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি মো. রায়হান উদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ শাহ, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।