ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার চাঁপসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ীরা হলেন মোবারক (৩৫) ও মইনুল ইসলাম (৩০)। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ মোবারক বিএসএফের হাতে আটক অবস্থায় ভারতের রায়গঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে নিশ্চিত করেছেন দিনাজপুর-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামাল হোসেন।
বিজিবি ও স্থানীয় লোকজন জানান, আজ ভোর ৫টার দিকে হরিপুরের চাঁপসা সীমান্তের ৩৪৬ নম্বর পিলার এলাকা দিয়ে গরু নিয়ে ফিরছিলেন বাংলাদেশিরা। ওপারে ভারতের ২২ বিএসএফ ব্যাটালিয়নের কামারহাট ক্যাম্পের জওয়ানরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মোবারক ও মইনুল ইসলাম আহত হন। গুলিবিদ্ধ অবস্থায় মোবারককে ধরে নিয়ে যায় বিএসএফ। মইনুল আহত অবস্থায় বাংলাদেশে ফিরে আসেন। মইনুলকে উদ্ধার করে স্বজনরা সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা।