নাটোরে অবৈধভাবে গাছ কাটার অভিযোগে গ্রেপ্তার ৪
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভুয়া কার্যাদেশের মাধ্যমে সড়কের গাছ কাটার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন জেলা পরিষদের পিয়ন সাজেদুর রহমান, রফিকুল ইসলাম, আবদুল্লাহ মিয়া ও মাসুদ রানা। আজ বৃহস্পতিবার তাঁদের জেলহাজতে পাঠানো হয়।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, কয়েক দিন ধরে কিছু লোক নাটোরের বাগাতিপাড়া-লালপুর আঞ্চলিক সড়কের পাশের বিভিন্ন প্রজাতির গাছ কাটতে থাকে। খবর পেয়ে গতকাল বিকেলে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার ফরহাদ আহমেদ পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার কারণ জানতে চান। এ সময় জেলা পরিষদের পিয়ন সাজেদুর রহমান ওই সড়কের ৪১টি গাছ কাটার কার্যাদেশ দেওয়া হয়েছে বলে জানান।
ওসি আরো জানান, পিয়নের কথায় সন্দেহ হলে ইউএনও জেলা পরিষদে খবর নিলে প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে। পরে সাজেদুর রহমানসহ তাঁর তিন সহযোগীকে আটক করা হয়। তাঁদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।