বিদ্যুতের পরিবর্তে জঙ্গি উৎপাদন করেছেন খালেদা জিয়া
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া বিদ্যুৎ উৎপাদন না করে জঙ্গি উৎপাদন করেছেন। আর শেখ হাসিনার সরকার জঙ্গি দমন করে বিদ্যুৎ উৎপাদন করেছেন। এটাই বাংলাদেশের ভবিষ্যৎ।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ায় ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামের মহানায়ক বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তথ্যমন্ত্রী।
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি বলেন, জঙ্গি থাকবে না, বিদ্যুৎ থাকবে। ঘরে ঘরে আলো জ্বলবে। এটা সম্ভব হয়েছে জাসদ-আওয়ামী লীগের ঐক্যের কারণে। এ ঐক্য অটুট থাকবে।
হাসানুল হক ইনু বলেন, আওয়ামী লীগ ও জাসদের পূর্বাপর বিশ্লেষণ সাপেক্ষে উভয় দল ঠান্ডা মাথায় ঐক্য করেছে জঙ্গিবাদ মোকাবিলায়। যাঁরা হাটে-মাঠে-ঘাটে বিভিন্ন রকম দলাদলি, অন্তর্কোন্দলে লিপ্ত আছেন, তাঁরা মূলত খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করছেন।
বেতন স্কেলের দাবিতে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর প্রস্তাব উত্থাপন করার সঙ্গে সঙ্গেই ধর্মঘট করার দরকার নেই। একটা প্রস্তাব উত্থাপন হলে তা বিবেচনা করা বা পরীক্ষা করার সময় দিতে হবে। সে সময় না দিয়ে ক্লাস বর্জন করা সঠিক নয়। বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
কুষ্টিয়া জেলা পরিষদের হলরুমে বাঘা যতীনের শততম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। বাঘা যতীন স্মৃতি সংরক্ষণ পরিষদের আহ্বায়ক গোলাম মহসিনের সভাপতিত্বে এতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আনারকলি মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কে এম রাহাতুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম প্রমুখ বক্তব্য দেন।