মহাসড়কের পাশ থেকে দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মহাসড়কের পাশ থেকে দুই গরু ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের কাটাখালী ব্রিজ এলাকায় রাস্তার পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
ওই দুজন হলেন গরু ব্যবসায়ী শাহ্ জালাল ভূঁইয়া। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার তলাতলী গ্রামের করম আলীর ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে মহাসড়কের পাশে হাত-পা বাঁধা ও গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় দুই ব্যক্তির লাশ পড়ে থাকে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে। লাশ দুটির বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম জানান, নিহত দুজন গরু ব্যবসায়ী। তাঁদের পকেটে থাকা গরু ক্রয়-বিক্রয়ের চালান পাওয়া গেছে। সম্ভবত তাঁরা লালমনিরহাট জেলার বড়বাড়ি হাটে থেকে গরু কিনে বাড়ি ফিরছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের কাছ থেকে সর্বস্ব ছিনিয়ে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যার পর লাশ ফেলে রেখে গেছে।