সুরমা নদীতে নিখোঁজ বালুশ্রমিকের লাশ উদ্ধার
সুনামগঞ্জ শহরের বড়পাড়া এলাকার সুরমা নদীতে নিখোঁজের একদিন পর বালুশ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় সিলেটের একটি ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে তাঁর লাশ উদ্ধার করে।
নিহত বালুশ্রমিকের নাম ইকবাল হোসেন (১৮)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার দেওয়ান নগরের মৃত তারা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ইকবাল হোসেন সুরমা নদীতে নৌকায় বালুশ্রমিকের কাজ করতেন। গতকাল সোমবার বিকেলে পৌরশহরের বড়পাড়া এলাকার পাশের সুরমা নদীতে কাজ শেষে বালুবোঝাই জাহাজ থেকে লাফ দিয়ে অন্য একটি ছোট নৌকায় নামার সময় পা ফসকে ওই নৌকার সঙ্গে থাক্কা খেয়ে থুতনিতে আঘাত পেয়ে পানিতে পড়ে যান। পানি পড়ার সঙ্গে সঙ্গে ইকবাল হোসেন ডুবে যান। ঘটনাটি দেখার সঙ্গে সঙ্গেই আশপাশের নৌকায় থাকা লোকজন পানিতে নেমে খোঁজ করতে থাকেন; কিন্তু পানি বাড়তে থাকায় গতকাল রাত পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
পরে আজ সকালে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের সহায়তায় সিলেটের একটি ডুবুরি দল প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে ইকবাল হোসেনের লাশ নদীর তলদেশের একটি গর্ত থেকে উদ্ধার করে। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়।