শিশু মনিরা হত্যা মামলার আরেক আসামি গ্রেপ্তার
ঝিনাইদহে চাঞ্চল্যকর শিশু মনিরা হত্যা মামলার আরো এক আসামি মিন্টু মুন্সীকে (৩৫) বন্দুক তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মিন্টুর বাড়ি সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রামে। একই গ্রামে নিহত শিশু মনিরার বাড়ি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিন্টু মুন্সীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে, অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, এর আগে গাজীপুরের টঙ্গী থেকে শিশু মনিরা হত্যা মামলার প্রধান আসামি আবু জাফরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে ঝিনাইদহের বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সদর উপজেলার অচিন্ত্যনগর গ্রামের রমজান আলীর মেয়ে মনিরা খাতুনকে (৫) গত ৭ জুলাই বাড়ি থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা মনিরাকে খুন করার পরও মুক্তিপণ দাবি করে আসছিল। গত ১২ জুলাই বাড়ির পাশের একটি পাটক্ষেতে মনিরার গলিত মরদেহ পাওয়া যায়। এরপর নিহতের বাবা ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা করেন।
ওসি জানান, মনিরা হত্যার সঙ্গে জড়িত আটজনকে শনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।