বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
ভাটি অঞ্চলের প্রাণপুরুষ বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। সুনামগঞ্জ সদরে ও বাউল সম্রাটের নিজ বাড়ি দিরাইয়ের উজানধল গ্রামে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। আর বাউল গানের এ প্রাণপুরুষকে শ্রদ্ধা জানাতে এবং বাউল গানের আসরে অংশ নিতে তিনদিন আগে থেকেই ভক্ত ও দর্শনার্থীরা ভিড় করছেন তাঁর বাড়িতে।
শাহ আব্দুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি দিরাই উপজেলার উজানধল গ্রামের কালনী নদীর তীরে জন্মগ্রহণ করেন। নানা অভাব-অনটন, দুঃখ-দারিদ্র্যের মধ্যে বেড়ে ওঠা এ বাউল এক সময় সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর এলাকা চষে বেড়িয়েছেন। আর কালে কালে মানুষের দুঃখ দুর্দশা দেখে তা নিয়ে গান রচনা করে গেছেন। এই গানে যেমন ছিল আনন্দ তেমনি ছিল জীবন সংগ্রামের প্রেরণা। আর এ কারণেই তাঁকে দেওয়া হয়েছে ‘বাউল সম্রাটের’ মর্যাদা।
সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরীর ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত :