চাঁদপুরে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে অজ্ঞাত এক যুবক (৩০) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
গতকাল বুধবার রাতে উপজেলার শিকুটিয়া শোরশাক পাকা রাস্তার ঢালে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এ সময় আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দাবি করেন, বুধবার রাত সোয়া ২টায় শিকুটিয়া শোরশাক পাকা রাস্তার ঢাল দিয়ে মাদক ব্যবসায়ীরা মাদকের চালান নিয়ে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই খবর পেয়ে অভিযান চালায়।
‘পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় একজন নিহত হন।’
ওসি আরো দাবি করেন, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ছয়টি কার্তুজ ও ৮৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যরা শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। মাদক ব্যবসায়ীর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।