পলাশে ধর্ষণের পর নারীকে কুপিয়ে হত্যা
নরসিংদীর পলাশ উপজেলায় এক নারীকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। গত রোববার রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নাসরিন আক্তার (২৭)। তিনি পলাশ উপজেলার পারুলিয়া টেঙ্গরপাড়া গ্রামের আবদুল জলিলের মেয়ে।
নিহত পরিবারের লোকজন জানায়, রোববার রাতে প্রতিদিনের মতো নিজ ঘরে একাই ঘুমিয়ে ছিলেন নাসরিন। আজ সোমবার সকালে ঘুম থেকে উঠে নিহতের ভাই আল-আমিন বোন নাসরিনের ঘরের দরজা খোলা দেখতে পান। এ সময় ঘরে গিয়ে নাসরিনের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পলাশ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের ছোট ভাই আল-আমিন জানান, এক বছর আগে নেশাগ্রস্ত স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় নাসরিনের। এরপর থেকে তিনি বাবার বাড়িতেই থাকতেন। তিনি ঘোড়াশালে প্রাণ-আরএফএলের কারখানায় শ্রমিকের কাজ করতেন। সংসারে অভাবের কারণে এতিমখানায় পাঠিয়ে দেন ছয় বছরের একমাত্র মেয়েকে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, নিহতের গলার বাঁ পাশে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ধর্ষণের পর তাঁকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা করা হয়েছে।