সুনামগঞ্জে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্ত্রী আটক
সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ নয়া গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্ত্রী সিদ্দিকা চৌধুরীকে আটক করেছে পুলিশ। নিহতের নাম মো. শাহ আলম চৌধুরী। তিনি কুলঞ্জ নয়া গ্রামের মৃত আবুল মিয়া চৌধুরীর ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৮টার দিকে শাহ আলম চৌধুরী ও সিদ্দিকা চৌধুরীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে স্ত্রী সিদ্দিকা চৌধুরী তাঁর স্বামী মো. শাহ আলম চৌধুরীকে কুড়াল দিয়ে আঘাত করেন। এতে শাহ আলম চৌধুরী মাটিতে লুটিয়ে পড়েন। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। ঘটনার কিছুক্ষণ পরে তাঁদের ছেলে শাহিনুর চৌধুরী ঘরের মেঝেতে তাঁর বাবার রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি তাঁর বাড়ির ও গ্রামের লোকজনকে বিষয়টি জানান। এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে সিদ্দিকা চৌধুরীকে আটক করে দিরাই থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে দিরাই থানার পরিদর্শক (তদন্ত) এ বি এম দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এ খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের স্ত্রীকে আটক করা হয়েছে।