সমাজকল্যাণমন্ত্রীর মরদেহ ঢাকায়
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর লাশ এসে পৌঁছায়।
বিমানবন্দরে অবস্থানরত সমাজকল্যাণমন্ত্রীর আত্মীয়স্বজনরা এনটিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মহসিন আলীর মৃত্যু হয়।
সব শ্রেণিপেশার মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল বুধবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত মন্ত্রীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহসিন আলীর জানাজা অনুষ্ঠিত হবে।
এরপর সৈয়দ মহসিন আলীর মরদেহ মৌলভীবাজারে তাঁর নিজ বাসভবনে নেওয়া হবে। পরে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বিকাল ৪টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে হজরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) মাজারের পাশে দাফন করা হবে।
এ দিকে সৈয়দ মহসিন আলীর মৃত্যুর খবরে মৌলভীবাজার জেলায় শোকের ছায়া নেমে এসেছে। শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও দলমত নির্বিশেষে সব মানুষ ছুটে যান মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কে তাঁর দর্জির মহল এলাকার বাড়িতে।
সৈয়দ মহসিন আলী মন্ত্রী হওয়ার পর নানাভাবে আলোচিত ও সমালোচিত হলেও সাধারণ মানুষের জন্য তাঁর দরজা খোলা ছিল সব সময়।
গত ২ সেপ্টেম্বর হবিগঞ্জ জেলায় সফর শেষে ফিরে ৩ সেপ্টেম্বর ভোর ৪টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে নিজেই চালককে ডেকে রাজধানীর শাহবাগে বারডেম হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখেন। এ অবস্থায় ৪ সেপ্টেম্বর সকালে হৃদরোগে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। এ পর্যায়ে তাঁকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সাহায্যে লাইফসাপোর্টে রাখা হয়।
এরপর ৫ সেপ্টেম্বর দুপুর পৌনে ১টায় মন্ত্রীকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মন্ত্রীর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী সৈয়দা সায়রা মহসিন ও ছোট মেয়ে সৈয়দা সাবরিনা শারমীন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ মহসিন আলী গতকাল সোমবার মারা যান।