মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সমাজকল্যাণমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা।
urgentPhoto
আজ বুধবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ মহসিন আলীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এর আগে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা।
জানাজা শেষে মহসিন আলীর মরদেহ মৌলভীবাজারে দর্জিমহলের বাড়িতে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিকেল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর রাষ্ট্রীয় মর্যাদায় হজরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর মাজারে মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ সমাহিত করা হবে।
এর আগে সকাল ৯টার দিকে মহসিন আলীর মরদেহ রাজধানীর মিন্টো রোডের বাসা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের জনগণ তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে আরো শ্রদ্ধা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রধান বিচারপতি এস কে সিনহা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠন ও শ্রেণি-পেশার মানুষ।
গত সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মহসিন আলীর মৃত্যু হয়। পরে সেখানকার একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
সৈয়দ মহসিন আলী ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১২ জানুয়ারি-২০১৪ মন্ত্রী হিসেবে শপথ নেন এবং একই দিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বভারও নেন।