ইবির পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি
চাকরিবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দিনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় সহকারী অধ্যাপক মো. আলতাফ হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া এই অব্যাহতি আজ বুধবার থেকে কার্যকর হবে। এ ছাড়া কেন তাঁকে ওই পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হবে না, এ মর্মে আগামী সাত দিনের মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার বলেন, ‘অধ্যাপক কামাল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি লঙ্ঘন করেছেন। এ কারণে তাঁকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর জায়গায় অধ্যাপক মো. আলতাফ হোসেনকে স্থলাভিষিক্ত করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. আমানূর আমান জানান, ১২ সেপ্টেম্বর অধ্যাপক কামাল উদ্দিন একক সিদ্ধান্তে পরিসংখ্যান বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। এটি তাঁর এখতিয়ারের বাইরে। এ ছাড়া তিনি ওই বিভাগে আরো শিক্ষক নিয়োগ না দেওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা হবে না বলে আলটিমেটাম দেন। ওই বিভাগে ছয়জন শিক্ষক রয়েছেন।